মুজিববর্ষে শিবগঞ্জে পুনর্বাসন হবে ৩২ ভিক্ষুকের

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২০; সময়: ৪:৩৬ অপরাহ্ণ |
মুজিববর্ষে শিবগঞ্জে পুনর্বাসন হবে ৩২ ভিক্ষুকের

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : মুজিববর্ষ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩২ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হবে। মঙ্গলবার সকালে উপজেলার তালিকাভুক্ত ভিক্ষুকের সম্ভাবনা যাচাই ও পুনর্বাসন উপলক্ষে দিনব্যাপি কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

উপজেলা সমাজসেবা অফিস আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল-রাব্বি। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবু হাসান মো. সাঈদ ও উপজেলা এনজিও ফোরাম সভাপতি তোহিদুল আলম টিয়াসহ অন্যরা।

কর্মশালায় জানানো হয়, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩২ জন ভিক্ষুককে নির্বাচিত করে তাদের পুনর্বাসন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাকিব আল রাব্বি বলেন, সরকার চাই আপনারা উন্নতির দিকে এগিয়ে যান। নিজেদের উদ্যোগে গরু পালন করা, ছাগল কিংবা হাঁস-মুরগি পালন করা, বিভিন্ন ধরনের কাজ করা। কিন্তু আপনি যদি না চান, তাহলে সরকার হাজার চেষ্টা করলেও কোনো কাজ হবে না। এজন্য এখানে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, নিজের পরিবর্তন করতে আপনি পারবেন কিনা? আপনি যদি পারেন তাহলে আমাদের এই কাজটা সার্থক হবে। এজন্য স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নের সাথে বাস্তবতার একটা সম্পর্ক তৈরি করতে হবে। বড় হবার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো মনের শক্তি।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমারা চাঁপাইনবাবগঞ্জে আপনাদের মতো এ রকম ১০০ জনকে চাই। যারা আমাদের এ সাহায্য-সহযোগিতা নিয়ে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবেন। আপনারা করতে পারলে, যত রকমের সহযোগিতা আপনাদের লাগবে আমরা করতে রাজি আছি। কিন্তু আপনাকে এগিয়ে আসতে হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে