মুক্তিযোদ্ধা পিতার উপল হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২০; সময়: ২:০৮ অপরাহ্ণ |
মুক্তিযোদ্ধা পিতার উপল হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নিবাহী অফিসার ওয়াহিদা খানম ও তার মুক্তিযোদ্ধা পিতা ওমর আলী শেখকে সরকারী বাসভবনে ঢুকে হত্যার উদদ্যেশে ববরোচিত হামলার প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন কমসূচী পালন করেছেন মুক্তিযোদ্ধা ও তার সন্তানরা।

মঙ্গলবার সকালে কাজিপুর উপজেলার সিমান্তবাজারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কাজিপুর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কমসূচী পালন করা হয়।

সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পযন্ত চলা মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলার নিবাহী অফিসার ও উপজেলার ভারপ্রাপ্ত কমান্ডার জাহিদ হাসান সিদ্দিকী। কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার গাজী আব্দুস সালামের সঞ্চালনায় এসময় অন্যণ্যদের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী সোহরাব আলী (সিএনসি), সাবেক জেলা ডিপুটি কমান্ডার জগলু হায়দার চৌধুরী, কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী ইউনুস আলী ও গাজী আব্দুর রশীদসহ অন্যন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, চিহ্নিত সন্ত্রাসীরা জাতির শ্রেষ্ট সন্তান একজন মুক্তিযোদ্ধা পিতাকে ও তার সরকারী চাকরীজীবি কণ্যাকে যেভাবে হত্যার উদ্যেশে হামলা করেছে তা কোনভাবেই ক্ষমাযোগ্য নয়। তাই অবিলম্বে এই হামলার সাথে জড়িতদের এবং এর মদদ দাতাদের কঠিন শাস্তি প্রদানের দাবী জানান তারা।

মানববন্ধনে কাজিপুর উপজেলা ছাড়াও সিরাজগঞ্জ সদর এবং বগুড়ার শেরপুর উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা অংশ গ্রহণ করেন।

  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে