হুইল চেয়ার ও নগদ অর্থ পেল দুই প্রতিবন্ধী

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২০; সময়: ১০:৩৮ পূর্বাহ্ণ |
হুইল চেয়ার ও নগদ অর্থ পেল দুই প্রতিবন্ধী

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : মানবিক চিকিৎসকদের সহায়তা সংগঠন ‘ডু স্যামথিং ফাউন্ডেশন’ একুশে টেলিভিশনের সেবা সংগঠন সিরাজগঞ্জ একুশে ফোরামের উদ্যোগে শাহজাদপুর উপজেলার ২ জন প্রতিবন্ধীকে চলাচলের জন্য হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে এনায়েতপুর থানার গোপিনাথপুরে একুশে ফোরামের নির্মিত গোপিনাথপুর শহীদ মিনার চত্তরে ফোরামের সভাপতি আখতারুজ্জামান তালুকদার এই হুইল চেয়ার ও ফোরামের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন খুকনী ঝাওপাড়ার প্রতিবন্ধী হাসমত আলী ও সোনাতনী চরের ছানোয়ার হোসেনের হাতে। এসময় ফোরামের সদস্য শিক্ষক আশরাফুল ইসলাম সওদাগর, মারুফা মির্জা, আসাদুজ্জামান আসাদ, রায়হান আলী, প্রমুখ উপস্থিত ছিলেন।

সহযোগীতা পেয়ে অসহায় এই দুই জন সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এদিকে চলতি করোনা কাল ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডু স্যামথিং ফাউন্ডেশন সিরাজগঞ্জ, গাইবান্ধা, মানিকগঞ্জ, ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকার প্রায় ২০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে। তারা বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা পাশাপাশি সাড়া বছরই ফাউন্ডেশনটি অসহায় মানুষের মাঝে চিকিৎসা সহায়তা, পুঁজি, ঘর প্রদান সহ নানা সহযোগীতা দিয়ে থাকে বলে জানিয়েছেন ডু স্যামথিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কাজী আয়েশা সিদ্দীকা ও ডাঃ নাজমুল ইসলাম জানিয়েছেন।

তারা আরো জানান, মাঝে-মাঝে তাদের এই উদ্যোগে হৃদয়বানরাও পাশে দাঁড়িয়ে সহায়তা করে। তাদেরও প্রতিও আমাদের কৃতজ্ঞতা। আসলে আত্তার শান্তি ও ভাল কাজে সবাইকে উৎসাহিত করতেই তাদের এসব উদ্যোগ মানুষের জহন্য প্রসারিত থাকবে আজীবন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে