মান্দায় প্রতিপক্ষের মারপিটে নারীসহ আহত ৩

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২০; সময়: ৫:২৪ অপরাহ্ণ |
মান্দায় প্রতিপক্ষের মারপিটে নারীসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে এক নারীসহ তিনজন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চককসবা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এরা হলেন, চককসবা গ্রামের দানেশ আলীর ছেলে বাবলু হোসেন, তার স্ত্রী রোজিনা বেগম ও ছেলে রাব্বানী হোসেন।

চিকিৎসাধীন বাবলু হোসেন জানান, ‘জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশি সাহেব আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জের ধরে সোমবার সকালে সাহেবসহ আরও ৪-৫জন লাঠিসোটা ও হাঁসুয়া নিয়ে আমার বসতভিটায় প্রবেশ করে গাছপালা কাটতে থাকে। এসব তারা বসতভিটার জমি জবরদখল করে ভিত কেটে পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা করলে আমি বাধা প্রদান করি। এতে ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাতাড়ি মারপিটসহ হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুকর জখম করে।’
তিনি আরও বলেন, আমার চিৎকারে স্ত্রী রোজিনা বেগম ও ছেলে রাব্বানী এগিয়ে এলে তাদেরও কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এ ঘটনায় মান্দা থানায় সাহেব আলীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মান্দা থানার পরিদর্শক তদন্ত তারেকুর রহমান সরকার বলেন, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে