নিয়ামতপুরে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২০; সময়: ১:২০ অপরাহ্ণ |
নিয়ামতপুরে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী সংস্থা ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচী ও ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১০টায় উপজেলা শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর রাজশাহীর জোনাল ম্যানেজার সুফিয়া বেগমের পরিচালনায় এবং বগুড়ার জেলা ব্যবস্থাপক ফারুক ইকবালের সহযোগিতায় মতবিনিময় সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, বরেন্দ্র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আতিকুর রহমান, ব্র্যাক নিয়ামতপুর শাখার এইচআর এলএস পিয়ারা বেগম।

মতবিনিময় সভায় বক্তারা মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বর্তমানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সালিসযোগ্য অপরাধের সরাসরি অভিযোগ গ্রহণ করে মধ্যস্থতা করা হয় এবং সালিস অযোগ্য অপরাধের ক্ষেত্রে ভিটটিমকে মামলায় আইনী সহায়তা প্রদান করা হয়। তৃনমূল পর্যায়ে ১৫-২০জন নারীদের নিয়ে প্রতিটি পাড়া ও গ্রামে মানবাধিকার ও আইন শিক্ষা ক্লাসের মাধ্যমে আইনের তথ্যগুলো সাধারণ মানুষের কাছে পৌছানো হবে। তাছাড়া ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, ইউপি সদস্য, কাজী, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিদের বাল্য বিবাহ, পাচার, সালিস যোগ্য অপরাধ সালিস অযোগ্য অপরাধ বিষয়ে আলোচনা করেন।

  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে