কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি করে জমি বিক্রি করায় গ্রেফতার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২০; সময়: ৭:০১ অপরাহ্ণ |
কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি করে জমি বিক্রি করায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি রেজিষ্ট্রেশনের ঘটনায় অন্যতম হোতা মহিবুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার বিকেল ৪টার দিকে তাকে শহরের নবাব সিরাজদ্দৌলা সড়কের একটি দোকানের সামনে থেকে গ্রেফতার করে। পেশায় হার্ডওয়ার ব্যবসায়ী মহিবুল ইসলাম কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকার হাজী মোহাম্মদ আলীর ছেলে।

সম্প্রতি জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মাধ্যমে মালিক সেজে প্রায় শত কোটির করে জমি বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করে একটি চক্র। এর মধ্যে প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি বিক্রিও হয়ে গেছে। এ নিয়ে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর বের হলে এ নিয়ে হৈ চৈ পড়ে যায়।

পরে এসব সম্পত্তির প্রকৃত মালিক শহরের নবাব সিরাজদ্দৌলা সড়কের বাসিন্দা এম এম ওয়াদুদ এ ঘটনায় কুষ্টিয়ায় মডেল থানায় ১৮ জনের বিরুদ্ধে মামল করেন। গ্রেফতার হওয়া মহিবুল এ চক্রের অন্যতম হোতা।

এর আগে জমি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ও জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় এক যুবলীগ নেতাসহ ৬ জনকে আটক করে পুলিশ।

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে