সিরাজগঞ্জেসবন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২০; সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ |
সিরাজগঞ্জেসবন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সামিট কমিউনিকেশন লিমিটেডের কর্মকর্তাদের অর্থায়ন ও চিকিৎসকদের মানবিক সহায়তা সংগঠন ‘ডু স্যামথিং ফাউন্ডেশনের’ উদ্যোগে সিরাজগঞ্জের কাগমারী চরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াখোলা ইউনিয়নের চরকাটাঙ্গা ও কাগমারীর চরের অভাবীদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।

এসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠিত অ আ ক খ স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, স্বেচ্ছাসেবক মোতাহার হোসেন, উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী বিতরনের মধ্যে ছিল ১০কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, আধা লিটার তেল, আধা কেজি লবন, ২টি সাবান।

চলতি করোনা কাল ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডু স্যামথিং ফাউন্ডেশন সিরাজগঞ্জ, গাইবান্ধা, মানিকগঞ্জ, ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকার প্রায় ২০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে। তারা বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা পাশাপাশি সাড়া বছরই ফাউন্ডেশনটি অসহায় মানুষের মাঝে চিকিৎসা সহায়তা, পুঁজি, ঘর প্রদান সহ নানা সহযোগীতা দিয়ে থাকে বলে জানিয়েছেন ডু স্যামথিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কাজী আয়েশা সিদ্দীকা ও ডাঃ নাজমুল ইসলাম জানিয়েছেন।

তারা আরো জানান, মাঝে-মাঝে তাদের এই উদ্যোগে হৃদয়বানরাও পাশে দাঁড়িয়ে সহায়তা করে। তাদেরও প্রতিও আমাদের কৃতজ্ঞতা। আসলে আত্তার শান্তি ও ভাল কাজে সবাইকে উৎসাহিত করতেই তাদের এসব উদ্যোগ মানুষের জহন্য প্রসারিত থাকবে আজীবন।

  • 131
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে