৬০ শয্যা নিয়ে যাত্রা শুরু বড়াইগ্রাম হাসপাতালের

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২০; সময়: ৬:৫৫ অপরাহ্ণ |
৬০ শয্যা নিয়ে যাত্রা শুরু বড়াইগ্রাম হাসপাতালের

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যা থেকে ৬০ শয্যায় উন্নীত করা হয়েছে। এরমধ্যে ৫০টি সাধারণ শয্যা আর ১০ টি ট্রমা শয্যা। শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে সাবেক প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি এর উদ্বোধন করেন । মোট ১১ কোটি ১৭ লাখ ৭৭ হাজার টাকা ব্যায়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়ন করে।

হাসপাতাল চত্বরে সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নির্মাণ) সাইদুর রহমান, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, স্বাস্থ্য প্রকৌশলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হামিদ, বড়াইগ্রামের ইউএনও জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, সম্পাদক মিজানুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. পরিতোষ কুমার রায়, আরএমও ডা. ডলি রাণী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন প্রমূখ।

প্রধান অতিথি জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক অত্যান্ত দূর্ঘটনা প্রবন সড়ক। তাই তার দাবীর প্রেক্ষিতে তৎকারী স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম মূল হাসপাতালের সাথে ১০ শয্যার ট্রমা সেন্টারের সংযোজন করে দেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পরিতোষ কুমার রায় বলেন, ৬০ শয্যার যাত্রা শুরু হলেও নতুন কোন জনবল এখনো পাওয়া যায়নি। এখনো ৩১ শয্যায় ১৭ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র ৮ জন চিকিৎসক কর্মরত আছেন। তবে উদ্বোধনের পর দ্রুত সময়ের নতুন জনবল দেয়া হবে বলে আশা করছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে