মরহুম ইলিয়াছ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২০; সময়: ৫:৪৮ অপরাহ্ণ |
মরহুম ইলিয়াছ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : কচুয়া উপজেলার সাচার ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়েছে। গতকাল শনিবার সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম ইলিয়াছ মিঞা ফাউন্ডেশনের উদ্যোগে ১শ ৩জন কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়।

ইলিয়াছ মিঞা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-সভাপতি ও সাচার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু ইউসুফ সরকার পবনের সভাপতিত্বে এতে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

সাচার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: মফিজুল ইসলামের পরিচালনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাচার ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, উপাধ্যক্ষ মহসিন কবীর, অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজী, শাহাদাত হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক সমীরন চন্দ্র ঘোষ, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা, প্রাক্তন প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু, রাগদৈল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস, বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন সরকার, কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আহমেদ সরকার, অভিভাবক রুহুল আমিন প্রমুখ।

পরে শিক্ষার্থীদের সন্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, কচুয়া উপজেলার আতিশ^র গ্রামের কৃতি সন্তান সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মরহুম ইলিয়াছ মিঞা ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে ওই ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আবু ইউসুফ সরকার পবনের নেতৃত্বে সাচার তথা বিভিন্ন এলাকার গরীব মেধাবী, অসহায় মানুষের মাঝে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছেন। বিশেষ করে মহামারী করোনাকালীন সময়ে এ সংগঠনের মাধ্যমে এলাকায় ব্যাপক ভূমিকা রেখেছেন। ভবিষ্যতে ও এলাকাবাসীর কল্যাণে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবলে বলে সংগঠনের প্রতিষ্ঠাতা জানিয়েছেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে