যুব ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ের উদ্বোধন ও দোয়া মাহফিল

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২০; সময়: ৭:১০ অপরাহ্ণ |
যুব ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ের উদ্বোধন ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের শুয়ারুল দিঘীরপাড় যুব ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শুয়ারুল দিঘীরপাড় যুব ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের নিজ কার্যালয়ে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-সভাপতি মো: কবির হোসাইনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওয়ালী উল্যাহ খানের পরিচালনায় উপস্থিত ছিলেন, সাচার ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনির হোসেন, সাচার রেনেসা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মো: মহিউদ্দিন মজুমদার, সমাজসেবক সোহেল মাহমুদ, কামরুল ইসলাম, ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক কাউছার আহমেদ, মো:জামাল হোসেন, সহ-সভাপতি মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম প্রমুখ।

পরে সংগঠনের সফলতা ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, কচুয়ার উত্তর গ্রামীণ জনপদে শুয়ারোল গ্রামে বেশ কিছু প্রবাসী ও যুবক নিয়ে এলাকার উন্নয়নের লক্ষ্যে এ সংগঠনের যাত্রা শুরু করেন। সংগঠনের যাত্রার শুরুতেই শুয়ারোল দিঘীরপাড় জামে মসজিদে উন্নয়নে ২ লক্ষ টাকা ও গ্রামের অসহায় গরীব এক মেয়ের বিয়ের সহায়তা বাবদ ২০হাজার টাকার অনুদান প্রদান করেন। ভবিষ্যতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সকল অসামাজিক কর্মকান্ড প্রতিরোধে প্রতিজ্ঞাবদ্ধ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে