সিংড়া এখন উন্নয়নের রোল মডেল : পলক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২০; সময়: ৪:১৯ অপরাহ্ণ |
সিংড়া এখন উন্নয়নের রোল মডেল : পলক

নিজস্ব প্রতিবেদক, নাটোর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, সিংড়া এখন উন্নয়নের রোল মডেল। বিগত দিনের সরকার সিংড়ার মানুষদের শুধুই শোষন করেছে,উন্নয়ন করেনি। আর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগার বছরে সিংড়াকে উন্নয়নের রোল মডেল করেছেন। সিংড়ার সেরকোল এলাকায় বঙ্গবন্ধু কমার্স এন্ড টেকনিক্যাল সরকারী কলেজ প্রতিষ্ঠা, ২৫০ কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্কের কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, সিংড়াকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন। যা বিগত সরকারের আমলে ছিল শতকরা মাত্র ২৩ ভাগ। আমরা মাত্র এগার বছরে শতভাগ বিদ্যুতায়িত করতে সক্ষম হয়েছি। সিংড়ায় প্রথম ফুটওভার ব্রীজ শেখ হাসিনা সরকার উপহার দিয়েছেন।বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করেছেনশেখ হাসিনা সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের কারনে চলনবিলের মানুষ উন্নত জীবনযাপন করতে পারছেন।

আইসিটি প্রতিমন্ত্রী শুক্রবার সকাল ১১ টায় সিংড়া উপজেলার খেজুরতলা ও শেরকোল বাসস্ট্যান্ড এলাকায় নাটোর-বগুড়া জাতীয় মাহাসড়কের প্রস্তাবিত প্রায় ১২ কিলোমিটার ফোরলেন ও সম্প্রসারিত সহ উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী পলক বলেন, উত্তরবঙ্গের লাইভলাইন নাটোর- বগুড়া মহাসড়ক, অথচ মাত্র ২৪ ফিটের কারনে অহরহ সড়ক দুর্ঘটনায় শিকার হতে হয়। হাজার হাজার যানবাহন এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে। ৫০ বছর এ সড়ক আন্তসড়ক ছিলো। তিনি আরো বলেন,আপনাদের ভালোবাসায় আমার নির্বাচনী অঙ্গীকার পুরন করতে সক্ষম হয়েছি। ১১ বছর কোনো ছুটি গ্রহণ করিনি। প্রতি সপ্তাহে আমার নির্বাচনী এলাকার মানুষদের সময় দিয়েছি। তাদের জন্য করোনার দু:সময়েও ছুটে এসেছি।

মন্ত্রী বলেন সিংড়ার অসম্পূর্ণ কাজ এবং উন্নয়ন আমি সমাপ্ত করতে চাই। আল্লাহপাক তৌফিক দিলে আজীবন আপনাদের সেবক হিসেবে কাজ করে যেতে চাই। সরকার তথ্য প্রযুক্তির মাধ্যমে করোনার এসময়ে সংসদ টিভির মাধ্যমে, অনলাইনের মাধ্যমে ক্লাস এবং শিক্ষা কার্যক্রম অব্যহত রেখেছেন। ভার্চুয়াল কোর্টর মাধ্যমে সাধারন মানুষদের সেবা প্রদান করা হচ্ছে। শেখ হাসিনা সরকারের দুরদর্শিতায় বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উচু করে দাড়িয়েছে।

এই ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ,সড়ক বিভাগের রংপুর জোনের প্রকল্প পরিচালক প্রধান প্রকেীশলী মনিরুজ্জামান, সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ,কামীনাথ দাস বিশ্বনাথ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উন্নয়ন কাজের নাটোর অংশের ঠিকাদার মীর হাবীবুর রহমান প্রমুখ।

  • 196
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে