ইউএনওর ওপর হামলার ঘটনায় প্রত্যাহার হলেন ঘোড়াঘাট থানার ওসি

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২০; সময়: ২:১৬ অপরাহ্ণ |
ইউএনওর ওপর হামলার ঘটনায় প্রত্যাহার হলেন ঘোড়াঘাট থানার ওসি

পদ্মাটাইমস ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় নয় দিন পর ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা পুলিশের এসপি আনোয়ার হোসেন।

আমিরুল ইসলামকে রংপুর ডিআইজি রেঞ্জে নেয়া হয়েছে এবং নাজিমুদ্দিন নামে নতুন ওসি ঘোড়াঘাট থানায় যোগদান করেছেন।

গত ২ সেপ্টেম্বর রাতে ইউএনওর সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢোকে দুর্বৃত্তরা। এরপর ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। ওই ঘটনায় ইউএনওর ভাই শেখ ফরিদ বৃহস্পতিবার রাতে ঘোড়াঘাট থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে দিনাজপুর ডিবি পুলিশ তদন্ত করছে।

  • 43
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে