বাংলার প্রথম শিল্পযোদ্ধা ডাঃ আমজাদ হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২০; সময়: ১২:০৮ অপরাহ্ণ |
বাংলার প্রথম শিল্পযোদ্ধা ডাঃ আমজাদ হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : বাঙালীরা ব্যবসায়ীক ভাবে সমৃদ্ধশালী হয়ে আন্তর্জাতিক বাজারে তাদের পণ্যের প্রসার না করতে পারে পাকিস্তান সরকারের এমন বাধা দমিয়ে ১৯৫৮ সালে ঈশ্বরদীতে আলহাজ্ব টেক্সটাইল মিলস্ শিল্প কারখানা স্থাপনের প্রথম উদ্যোক্তা শিল্পযোদ্ধা মানব হিতৈষী কর্মবীর ডাঃ মীর মোহাম্মদ আমজাদ হোসেনের আজ ১১ সেপ্টেম্বর ৮ম মৃত্যু বার্ষিকী।

এ উপলক্ষে তার আত্বার মাগফিরাত কামনায় খাজা ইউনুস আলী (রঃ) এর মাজার শরিফ এবং তার প্রতিষ্ঠিত সিরাজগঞ্জের এনায়েতপুরের অলাভজনক ট্রাষ্টি প্রতিষ্ঠান খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ আছর হাসপাতালে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সকল শুভাকাঙ্খীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পরিষদের পরিচালক ডাঃ আমজাদ হোসেনের বড় ছেলে মোহাম্মদ ইউসুফ আহবান করেছেন।

প্রয়াত ডাঃ আমজাদ হোসেন বিটিএমএ এর সাবেক চেয়ারম্যান, খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সিআইপি ও দেশের অন্যতম শিল্প উদ্যোক্তা সহ শিক্ষা, চিকিৎসা বিস্তার এবং সামাজিক অনেক উন্নয়ন কর্মকান্ডে জাতীয় আন্তর্জাতিক ভাবে ভুমিকা পালন করে গেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে