নাচোলে উগ্রবাদী বই ও লিফলেটসহ জেএমবির ২ সদস্য গ্রেফতার

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২০; সময়: ৮:০৩ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক : এলিট ফোর্স র‌্যাব তার সূচনালগ্ন থেকেই জঙ্গি ও সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র‌্যাবের কঠোর গোয়েন্দা নজরদারী ও অভিযানের ফলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলোর নেতা কর্মীরা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা চালিয়েও বার বার ব্যর্থ হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থার হাতে আটক হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ০৯ সেপ্টেম্বর রাত্রি ০৩:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন শ্রীরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মোজাহেদীন বাংলাদেশ এর ০২ জন সক্রিয় সদস্য কে গ্রেপ্তার করে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-৫।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ কামাল উদ্দিন @ কামাল (৫০), পিতা-মোঃ ফজর আলী মন্ডল, ও মোঃ রুবেল আহম্মেদ @ রুবেল (২৬), পিতা-মোঃ কামাল উদ্দিন @ কামাল, উভয়সাং-শ্রীরামপুর, থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

এসময় তাদের কাছে থেকে উগ্রবাদী বই-০৩টি, উগ্রবাদী লিফলেট-০১ সেট, ইয়ানতের চাঁদা আদায়ের রশিদ-০১টি, মোবাইল সেট-০১টি, সীমকার্ড-০২টি এবং মেমোরী কার্ড-০১টি সহ গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে