বীর মুক্তিযোদ্ধা ও ইউএনও’র উপর হামলার প্রতিবাদে শিবগঞ্জে মানববন্ধন

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২০; সময়: ৩:১১ অপরাহ্ণ |
বীর মুক্তিযোদ্ধা ও ইউএনও’র উপর হামলার প্রতিবাদে শিবগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তাঁর সন্তান ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মান্নান, উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হামিদ, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, মুক্তিযোদ্ধা-সাংবাদিক তসলিম উদ্দীন, মশিউর রহমান, আবদুল লতিফ, গোলাম মোস্তফা, আবদুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সোহেল আহমেদ পাপ্পু, শাহীনসহ অন্যরা।

বক্তারা- অবিলম্বে হামলার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও নারীদের এতে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মুক্তিযোদ্ধার সাবেক সাংস্কৃতিক কমান্ডার তোরিকুল ইসলাম। শেষে প্রধানমন্ত্রীর বরাবর শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বী হাতে একটি স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধারা।

  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে