মুসরইল খৃস্টান পাড়ার উচ্ছেদ প্রতিরোধ কমিটির প্রতিবাদে জেলা প্রশাসককে স্মারকলিপি

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২০; সময়: ৯:৩১ অপরাহ্ণ |
মুসরইল খৃস্টান পাড়ার উচ্ছেদ প্রতিরোধ কমিটির প্রতিবাদে জেলা প্রশাসককে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পবার মুসরইল খৃস্টান পাড়ার প্রায় ১২০ টি আদিবাসি পরিবারকে উচ্ছেদের নোটিশের প্রতিবাদে স্মারকলিপি দিয়েছে নেতৃবৃন্দ।

সকালে তারা জেলা প্রশাসক আব্দুল জলিলের হাতে স্মরক লিপি তুলে দেন মুসরইল খৃস্টান পাড়া উচ্ছেদ প্রতিরোধ কমিটির আহবায়ক এডওয়ার্ড মারন্ডি। কমিটির পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন জেমস কিস্কু এবং রতন বিশ্বাস।

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক বলেন, তিনি বিষটি অবহিত হয়েছেন। তাদের যাতে ওই এলাকা থেকে উচ্ছেদ না করা হয় তার জন্য ব্যবস্থা নিবেন। এ সময় তিনি পবার উপজেলা নির্বাহী কর্মকতার সাথে কথা বলেন। ২০০০ সালে ইটালিয় ধর্মজাজক ফাদার চেচেরি এই এলাকার ২৩ বিঘা জমি কিনে এই বসতি স্থাপন করেন। এই জমি কেনার টাকা ফাদার নিজে এবং তার বন্ধু বান্ধবের কাছে নিয়ে এই জমি কিনেন।

এ খানে বাড়ি কারার জন্যেও তিনি পরিবার গুলোকে সাহার্য দেন। এ বছরের ১২ মার্চ তাদের এই জমি ছেড়ে দিতে বলা হয়। এই জমি খৃস্টান হাউজিং সোসাইটি নামের একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার প্রক্রিয়া চলছে বলে জানানো ।

  • 48
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে