চাঁপাইনবাবগঞ্জে রাইস মিলে ধান গুদামজাত করার অপরাধে ১ মাস জেল ও ৫ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২০; সময়: ৯:০৯ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে রাইস মিলে ধান গুদামজাত করার অপরাধে ১ মাস জেল ও ৫ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মের্সাস সাব্বির রাইস মিলসকে ধান গুদামজাত করার অপরাধে একমাস বিনাশ্রম কারাদন্ড এবং ৫ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

০৯ সেপ্টেম্বর ১৫:৩০ ঘটিকা হতে ১৭:০০ ঘটিকা পর্যন্ত সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ রাজশাহীর একটি আভিযানিক দল এবং মোঃ আশরাফুল হক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাঁপাইনবাবগঞ্জ জেলা উপস্থিতিত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আতাহর মোড় আমনুরা রোডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

এসময় মের্সাস সাব্বির রাইস মিলসকে ধান গুদামজাত করার অপরাধে অত্যবশকীয় পন্য নিয়ন্ত্রন আইন-১৯৫৬ এর ০৩ ধারা লঙ্ঘন করার জন্য মোঃ শহিদ (২৮), পিতা-মোঃ নজরুল ইসলাম, মাতা-মোছাঃ সাবিয়া বেগম, সাং-আতাহর, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ০১ মাস বিনাশ্রম কারাদন্ড এবং ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এবং ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা করা হয়।

 

  • 267
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে