পাবনায় বিট পুলিশিং বিষয়ে দুইদিনের কর্মশালা উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২০; সময়: ৪:১১ অপরাহ্ণ |
পাবনায় বিট পুলিশিং বিষয়ে দুইদিনের কর্মশালা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং ও বিট রেজিস্টার বিষয়ে দুইদিনের কর্মশালা উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার সকালে পাবনা পুলিশ লাইন অডিটোরিয়ামে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম এই কর্মশালার উদ্বোধন করেন।

 

এ সময় পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আখতার মিলি, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান সহ অনেকে উপস্থিত ছিলেন।

পাবনা জেলার ১১টি থানার ১০৩ জন পুলিশ কর্মকর্তা এই কর্মশালায় অংশ নিচ্ছে। পরে অংশগ্রহণকারীদের মধ্যে রেজিষ্ট্রার খাতা, পোষ্টার ও ব্যানার বিতরণ করা হয়।

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে