চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২০; সময়: ৯:৪৭ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুইটি র‌্যাবের অভিযানে হেরোইন ও ফেনসিডিলসহ নারীসহ ৫ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-৫।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাথীন দ্বারিয়াপুর স্কুল পাড়া জনৈক তালেব উকিলের বাড়ীর দক্ষিন পাশে অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় মোঃ কাজল (৩৮) ও মরিয়ম (৩০) কে ৭৭৫ গ্রাম হেরোইনসহ তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কাজল (৩৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার দ্বারিয়াপুর গ্রামের মৃত তৈয়মুর মাষ্টারের ছেলে ও মোছাঃ মরিয়ম (৩০) রাজশাহী গোদাগাড়ী মৈশালবাড়ী এলাকার ইউনুস আলী স্ত্রী। এসময় তাদের নিকট হতে মাদক বিক্রয়ে নগদ-৪৯,০০০/- (উনপঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ শাহবাজপুর নলডুবর হঠাৎ পাড়া এলাকায় আভিযান পরিচালনা করে ৭৯১ বোতল ফেনসিডিলসহ তিন জান মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতারা হলেন, শিবগঞ্জ শাহবাজপুর নলডুবর হঠাৎ পাড়া মৃত ইয়াহিয়া হাসানের ছেলে মোঃ মির্জা বিদার হাসান (২০), একি এলাকার রবিউল ইসলামের ছেলে মোঃ রাকিব (২৬) ও মৃত টিপু সুলতানের ছেলে জাহিদ হাসান (৩০)।

এসময় তাদের নিকট হতে মাদকসহ মোবাইল ফোন-০৩টি, সীমকার্ড-০৫টি উদ্ধার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

উপরোক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রাহণ করা হয়েছে বলেও জানান র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে