বেলকুচিতে ব্যবসায়ীর খামারে বোমাবাজি করে হামলা, ভাংচুর ও গরু লুটের অভিযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২০; সময়: ৮:২২ অপরাহ্ণ |
বেলকুচিতে ব্যবসায়ীর খামারে বোমাবাজি করে হামলা, ভাংচুর ও গরু লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়া পাকড়তলা গ্রামে ব্যবসায়ী নান্নু বিশ্বাসের খামারে সংঘবদ্ধ দুর্বত্তরা রাতের আধারে হামলা চালিয়ে ভাংচুর করেছে। তখন লুট করা হয়েছে খামারে থাকা ২ লক্ষাধিক টাকা মুল্যের ২টি গাভী। সেসময় পর্যবেক্ষনের জন্য স্থাপিত সিসি ক্যামেরাও ভাংচুর করে সন্ত্রাসীরা। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ও আতংকের সৃষ্টি হয়েছে। এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অবিস্ফোরিত ১টি বোমা সাদৃশ্য টেপ মোড়ানো বস্তা উদ্ধার করেছে।

হামলার শিকার ব্যবসায়ী নান্নু বিশ্বাস জানান, আজুগড়া পাকড়তলা গ্রামে গত ১৫ বছর আগে একটি গরু খামার করেন। সেখানে সোমবার গভীর রাতে সংঘবদ্ধ স্থানীয় ৩০/৪০ জন স্বশস্ত্র সন্ত্রাসী বোমা বিস্ফোরন করে আতংক ছড়িয়ে হামলা চালায়। তখন খামারে থাকা তার শ্বশুর-শ্বাশুরী ও শ্যালক পালিয়ে যায়। আঘাঘন্টা ব্যাপী তাদের এই হামলার সময় খামারের নিরাপত্তা প্রাচীরের ডেউটিন ভাংচুর করে একপর্যায়ে খামারের ২টি গাভী লুট করে চলে যায় তারা।

সাথে-সাথে এনায়েতপুর থানা পুলিশকে অবহিত করলে থানার এসআই মামুন হোসেন ঘটনাস্থলে পৌছে অবিস্ফোরিত একটি বোমা উদ্ধার করে। নান্নু বিশ্বাস অভিযোগ করে আরো জানান, গত কয়েক মাস ধরে এলাকার চিনহৃত সন্ত্রাসীরা বার-বার আমার উপর হামলা চালিয়েছে। গাড়ি ও বাড়ি ভাংচুর এবং লুটপাটের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। তারাই আবারো এই হামলা চালিয়েছে বলে আমার ধারনা। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা নানা ভাবে আমাকে হত্যার হুমকী দিচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুুতি নিয়েছি।

এদিকে, এনায়েতপুর থানার এসআই মামুন হোসেন জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের কাউকে না পেলেও একটি বোমা স্বাদৃশ্য গোলাকার বারুদ উদ্ধার করেছি। তবে এখনো তা নিষ্কিয় করা হয়নি।

এ ব্যাপারে বেলকুচি থানার ওসি বাহা উদ্দিন ফারুকী জানান, আমরা মৌখিক ভাবে অভিযোগ পেয়েছি। লিখিত ভাবে অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সাথে ক্ষতিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

  • 144
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে