বড়াইগ্রামে নবাগত ইউএনওর মতবিনিময়

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২০; সময়: ৬:৪২ অপরাহ্ণ |
বড়াইগ্রামে নবাগত ইউএনওর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রাম উপজেলার নবাগত উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) জাহাঙ্গীর আলমের সাথে উপজেলার জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোহাইমেনা শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান ও সুরাইয়া আক্তার কলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্মসাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, সকল ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও অন্যান্য সুধিবৃন্দ।

সভায় ইউএনও জাহাঙ্গীর আলম মাদক, বাল্যবিয়ে এবং ইভটিজিং নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা পালন করা সহ উপজেলার শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করা, গণপাঠাগার স্থাপন ও মিনি স্টেডিয়াাম নির্মাণ, বড়াল নদী পুনরুদ্ধার ও খাল খনন করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এবিষয়ে সকলের সহযোগিতা কামনা করে।

 

  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে