নিয়ামতপুরের কর্মকর্তাদের সাথে রেশম বোর্ডের মহা-পরিচালকের মতবিনিময়

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২০; সময়: ৪:২০ অপরাহ্ণ |
নিয়ামতপুরের কর্মকর্তাদের সাথে রেশম বোর্ডের মহা-পরিচালকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে রেশম চাষে সম্ভাবনা বিষয় নিয়ে রেশম বোর্ডের মহা-পরিচালকের সাথে উপজেলার সরকারী কর্মমতা-কর্মচারী ও ইউনিয়ন চেয়ারম্যানদের অনলাইন (জুম) কনফারেন্স অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ জুম কনফারেন্স অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে জুম কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে অনলাইনে রেশম চাষে সম্ভাবনা বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনামূলক আলোচনা করেন রেশম বোর্ডের মহা-পরিচালক মুঃ আবদুল হাকিম। উপজেলা কৃষি অফিসার আমীর আব্দুল্লাহ মোঃ ওয়াহেদুজ্জামানের সঞ্চালনায় জুম কনফারেন্সে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, ওসি (তদন্ত) হুমায়ন কবির।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ সেলিম উদ্দিন, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, হাজিনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ, উপ-সহকারী উদ্ভিদ কর্মকর্তা মোঃ শফিউল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জামিনুর রহমান, আবু সাইদ মোঃ আমিনুল হক, মোসাঃ আরিফা খাতুন, সায়েদুর রহমান, এএইচএম কামেল হাসান, মোঃ আঃ রাজ্জাক প্রাং, মোঃ শাহিন ইকবাল, মোঃ ইমরান হোসাইন, মোঃ মেহেদী হাসান, মোঃ নিজাম উদ্দিন, শ্রী মৃনাল কুমার প্রাং, মোঃ আঃ রাজ্জাক, মোঃ আব্দুস সাত্তার, মোঃ নাজিবুল রহমান, মোঃ কাবিল হোসেন, মোঃ আল ফারুক, মোঃ ইমরুল কায়েস, মোঃ হান্নান সরকার, মোঃ শফিকুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ আনোয়ারুল আবেদীন, মোসাঃ আশেদা খাতুন।

  • 64
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে