নিয়ামতপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২০; সময়: ৩:৫৬ অপরাহ্ণ |
নিয়ামতপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : সারা বিশ্বের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গত মঙ্গলবার বেলা ১০টায় দিবসটি উপলক্ষে মহামারী করোনা ভাইরাসের কারণে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবারের আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো “ কোভিড-১৯ সংকটঃ সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন- শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা”। উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, ওসি (তদন্ত) হুমায়ন কবির, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. সেলিম উদ্দিন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আমীর আব্দুল্লাহ মো. ওয়াহেদুজ্জামান, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, হাজিনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ।

  • 34
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে