মন্দিরে শিক্ষা কার্যক্রম পরিদর্শনেরীভা গাঙ্গুলী

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২০; সময়: ৯:৫৮ অপরাহ্ণ |
মন্দিরে শিক্ষা কার্যক্রম পরিদর্শনেরীভা গাঙ্গুলী

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় দুই দিনের সফরে এসে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ।

রোববার বিকেলে মান্দা উপজেলার ঠাকুর মান্দা শ্রী শ্রী রঘুনাথ জীউ মন্দিরে শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতীকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন। তিনি মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রসংশা করেন।

এসময় রাজশাহী বিভাগে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার শ্রী সঞ্জিব কুমার ভাট্টি, নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার আব্দুল মান্না, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি বাবু তপন কুমার, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের নওগাঁর সহকারী প্রকল্প পরচালক সাথী মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে রীভা গাঙ্গুলী ভারত-বাংলাদেশের সুসম্পর্ক ও উন্নয়নের কথা তুল ধরেন।

  • 196
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে