ভারতীয় ভিসার সুখবর আসছে

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২০; সময়: ৯:২৩ অপরাহ্ণ |
ভারতীয় ভিসার সুখবর আসছে

জেষ্ঠ প্রতিবেদক, নওগাঁ : প্রতিবেশী দেশ ভারতে যাওয়ার জন্য যারা অপেক্ষায় আছেন তাদের জন্য সু খবর আসছে। শিগগিরিই শুরু হবে ভিসা প্রদান কার্যক্রম। এমনই আভাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস।

তিনি বলেছে, করোনার কারনে ভিসা হচ্ছে না। কিন্তু আমরা একটি প্রোপোজাল দিয়েছি যাতে দু’দেশের মধ্যে এয়ার ট্রাফিক শুরু হয়। এয়ার ট্রাফিক শুরু হলে, আমরা ভিসাও শুরু করে দিব। তবে ক্রিটিক্যাল কেস বা যাদের জরুরী মেডিকেল সেবার জন্য ভারতে যাওয়া প্রয়োজন তাদেরকে ভিসা দেয়া হচ্ছে। তারা যেতে পারছেন।

রীভা গাঙ্গুলী আরো বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের একটি সোনালী অধ্যায় পার করছে। ফলে আমরা একে অপরের সমন্বয়ে নানামূখী উন্নয়ন মূলক কাজ করতে সফল হচ্ছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

রোববার নওগাঁর মান্দা উপজেলার ঠাকুর মান্দা ঐতিহাসিক রঘুনাথ জীউ মন্দিরে গিয়ে তিনি এসব কথা বলেন। সেখানে ভারত সরকারের অর্থায়নে নির্মিত তীর্থযাত্রী বিশ্রামালয় উদ্বোধন করেন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিকেলে তিনি মান্দার ঐতিহাসীক কুসম্বা মসজিদ ও বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। দুই দিনের সফরে নওগাঁয় আসেন রীভা গাঙ্গুলী।

সোমবার আত্রাই উপজেলার পতিসরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জমিদারী কাচারী বাড়ি, সংগ্রহশালা ও গান্ধি আশ্রম পরিদর্শনে যাবেন রীভা গাঙ্গুলী, জানিয়েছে নওগাঁ জেলা প্রশাসন।

  • 164
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে