সান্তাহারে অবৈধভাবে গ্যাস সরবরাহকৃত ট্রাকসহ সরঞ্জামাদি জব্দ

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২০; সময়: ৮:৫৮ অপরাহ্ণ |
সান্তাহারে অবৈধভাবে গ্যাস সরবরাহকৃত ট্রাকসহ সরঞ্জামাদি জব্দ

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রাকে গ্যাস ভর্তি বোতল সাজিয়ে রেখে অবৈধভাবে বিভিন্ন সিএনজি চালিত গাড়ীতে গ্যাস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও ট্রাকসহ সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সান্তাহার পৌর এলাকার বশিপুর ঈদগাহ মাঠের সামনে ট্রাক থেকে অবৈধভাবে সিএনজিতে গ্যাস বিক্রি করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম আব্দুল্লাহ বিন রশিদ অভিযান চালিয়ে এসব সরঞ্জামাদি জব্দ ও অর্থদন্ড প্রদান করেন।

তিনি জানান, বিস্ফোরণের ঝুঁকি নিয়েই বেশ কিছু দিন যাবৎ তারা উপজেলার সান্তাহার পৌর এলাকায় অবৈধভাবে গ্যাস বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হলে সরবরাহকারির লোকজন ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় সিএনজিতে গ্যাস নেয়ার সময় সিএনজি চালক দেলোয়ার হোসেনকে এক হাজার টাকা অর্থদন্ড দেন এবং ট্রাকসহ সরঞ্জামাদি জব্দ করা হয়।

  • 121
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে