সাপাহারে আরো ৪ টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২০; সময়: ৭:৩৯ অপরাহ্ণ |
সাপাহারে আরো ৪ টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে আবারো ৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ জিএম আলী (৩৭) নামের আন্ত:জেলা চোরচক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত জিএম আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ডাকাতপাড়া গ্রামের মৃত: হরমুজ আলীর ছেলে বলে জানা গেছে।

সাপাহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বিনয় সোমবার বিকেলে সাপাহার থানা চত্ত্বরে এক প্রেস বিফিং এ তথ্য নিশ্চিত করের।

জানা গেছে, ২২ আগস্ট ৩ টি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্য মতে নওগাঁ পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান মিয়ার নির্দেশনায় এএসপি বিনয় কুমারের নের্তৃত্বে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, মামলার তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্সসহ এর রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ডাকাতপাড়া তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার হয়।

এ সময় তার কাছে থেকে বাজাজ কোম্পানির ৩ টি ও হিরো গ্লামার কোম্পানির ১ টি সহ মোট ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। জিএম আলী একজন পেশাদার চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় দলের সক্রিয় সদস্য বলেও বিফিংএ জানানো হয়।

প্রেসব্রিফিং এর সময় সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২২ আগস্ট অপর এক অভিযানে ৩ টি চোরাই মোটরসাইকেল সহ ২ জনকে আটক করে সাপাহার থানা পুলিশ। এ নিয়ে মোট ৭ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ ৩ জন চোর কে গ্রেফতার করলো সাপাহার থানা পুলিশ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে