মান্দার রঘুনাথ মন্দিরের বিশ্রামালয়ের উদ্বোধন করলেন ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২০; সময়: ৫:৪০ অপরাহ্ণ |
মান্দার রঘুনাথ মন্দিরের বিশ্রামালয়ের উদ্বোধন করলেন ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক, মান্দা : ভারত সরকারের অর্থায়নে নির্মিত নওগাঁর মান্দা উপজেলার ঠাকুরমান্দার ঐতিহাসিক রঘুনাথ জিউ মন্দিরে তীর্থযাত্রী বিশ্রামালয় ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এ ভবনের উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস। এরপর মন্দির চত্বরে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

মন্দির কমিটির সভাপতি চন্দন কুমার মৈত্রের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভারতীয় সহকারি হাইকমিশনার রাজশাহীর সঞ্জিব কুমার ভাট্টি, নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া (বিপিএম), রাজশাহী জেলা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন সেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামানিক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী বেতারের সংবাদ পাঠক আব্দুর রোকন মাছুম।

এর আগে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলিকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। পরে তিনি রঘুনাথ জিউ মন্দিরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। অনুষ্ঠান শুরুর আগে সদ্যপ্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুখার্জির স্মরণে এক মিনিট নিররতা পালন করা হয়। এরপর তিনি মান্দার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শন করেন। পরে নওগাঁর উদ্দেশ্যে রওনা দেন তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে