ধর্ষণের অভিযোগে রংপুর জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলা

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২০; সময়: ৯:৫০ অপরাহ্ণ |
ধর্ষণের অভিযোগে রংপুর জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলা

পদ্মাটাইমস ডেস্ক : রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক স্কুল শিক্ষিকা।

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ ওই শিক্ষিকার। তবে, রনির দাবি রাজনৈতিকভাবে হেনস্থা করতেই একটি চক্র পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

২০১৭ সালে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনির সঙ্গে পরিচয় ওই শিক্ষিকার।

ভুক্তভোগীর দাবি, প্রথমে প্রেমের সম্পর্ক পরে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন রনি। ২০১৯ সালে নীলফামারীতে ভুয়া কাজী দিয়ে বিয়েও পড়ান। এখন স্ত্রীর মর্যাদা চাইলে রনি হুমকি দিচ্ছেন অভিযোগ করেন স্কুল শিক্ষিকা। ভুক্তভোগী স্কুল শিক্ষিকা স্ত্রীর মর্যাদা এবং নিরাপত্তা চান।

রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনি বলেন, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিলো, তবে সে আমার বউ না। রাজনৈতিকভাবে হেয় করতেই একটি পক্ষ পরিকল্পিতভাবে তাকে হেনস্তা করছে বলে দাবি রনির।

এদিকে, পুলিশ জানিয়েছে মামলাটি তদন্ত করা হচ্ছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) আলতাফ হোসেন বলেন, মলা রুজু হয়েছে এখন যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে, মামলাটি মিথ্যা দাবি করে প্রত্যাহারের দাবিতে কোতোয়ালী থানার সামনে বিক্ষোভ করেছে রনির সমর্থকরা।

  • 35
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে