নাটোরে সেফটি ট্যাংক তৈরির সময় মাটি চাপা পড়ে এক শ্রমিক নিহত

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২০; সময়: ৮:০১ অপরাহ্ণ |
নাটোরে সেফটি ট্যাংক তৈরির সময় মাটি চাপা পড়ে এক শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের আমাইগাছি এলাকায় সেফটি ট্যাঙ্ক তৈরির সময় মাটির নিচে চাপা পরে কামাল শেখ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে ওই এলাকার জনৈক আব্দুস সবুর এর বাড়িতে সেফটি ট্যাঙ্ক বসানোর মাটি কাটার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত কামাল শেখ সদর উপজেলার তেবারিয়া এলাকার ইন্দু শেখের ছেলে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রোববার সকাল থেকে সবুরের বাড়িতে সেফটি ট্যাঙ্ক বসানোর জন্য মাটি কাটছিল দুই শ্রমিক। হঠাৎ ওপড় থেকে মাটি ভেঙ্গে চাপা পড়েন কামাল শেখ নামে ওই শ্রমিক। অপর শ্রমিক চেষ্টা করেও তাকে চাপা পরা মাটির নিচ থেকে উদ্ধার করতে না পেরে চিৎকার শুরু করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কামাল শেখকে মৃত ঘোষনা করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে