মান্দায় সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২০; সময়: ৭:৩৫ অপরাহ্ণ |
মান্দায় সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মান্দা : করোনাকালিন পরিস্থিতিতে নওগাঁর মান্দায় সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের হাতে এসব চেক তুলে দেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম।

এসময় ইউএনওর কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খোদাবকস মিয়া, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমানসহ অন্যান্য গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে ইউএনও আব্দুল হালিম বলেন, করোনাকালিন পরিস্থিতিতে সারা দেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সহায়তা দিচ্ছেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এটি শুধু টাকা নয়, এটি হচ্ছে উৎসাহ। এতে করে মফ:স্বল সাংবাদিকদের মাঝে অনুপ্রেরণা বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, করোনা মহামারিতে সাংবাদিকদের পাশে রয়েছে বর্তমান সরকার ও মান্দা উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট মান্দা উপজেলায় কর্মরত ৮ জন সাংবাদিককে ১০ হাজার করে টাকা সহায়তা প্রদান করেছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ বিভাগের চারটি জেলার ২০০ জন সাংবাদিকের মাঝে করোনাকালিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

রাজশাহী জেলা প্রশাসক ও রাজশাহী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি, পিআইবির মহাপরিচালক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে