চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২০; সময়: ১:৫৪ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে মোহাম্মদ বাদশা নামে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

নিহত বাদশা শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মো. রফিকের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বাদশা তেলকুপি সীমান্ত এলাকায় গেলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয়রা জানিয়েছেন বাদশা দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত। ঘটনার সময় তিনি মাদক চোরাচালানের জন্য সীমান্ত এলাকায় গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। সকাল পর্যন্ত তার মরদেহ কাঁটাতারের কাছেই পড়ে ছিলো বলে জানিয়েছেন স্থানীয়রা।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, রাতে তেলকুপি সীমান্তে গুলির শব্দ শোনা গেছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশ ভূখন্ডে কোনো মরদেহ পাওয়া যায়নি। সীমান্তের ভারতীয় অংশে যদি কেউ মারা যায়, সে বিষয়ে বিএসএফের কাছে জানতে চাওয়া হবে।

  • 542
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে