ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর মাকে জুতাপেটা!

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২০; সময়: ৮:১৫ অপরাহ্ণ |
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর মাকে জুতাপেটা!

পদ্মাটাইমস ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর মাকে জুতাপেটা করার অভিযোগে অভিযুক্ত বখাটে ইমনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকায় এই ঘটনা ঘটে। বিকেলে বখাটে ইমন (৩৫) কে ওই এলাকার একটি স-মিল থেকে আটক করেছে পুলিশ। সে একই এলাকার দুলু মিয়া ছেলে।

ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, জেলা শহরের সরকার পাড়ার সেন্ট্রাল রেসিডেন্সিয়াল স্কুলের ৮ম শ্রেনীতে পড়াশোনা করে ওই ছাত্রী। প্রতিদিন দক্ষিণ পৈরতলায় বাসা থেকে স্কুলে আসা যাওয়ার সময় ওই স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করতো অভিযুক্ত মৃত দুলু মিয়ার ছেলে ইমন। এই ঘটনায় ওই ছাত্রীর পরিবার প্রতিবাদ করলে তাদেরকে নানানভাবে হুমকি দিত ইমন।

বখাটে ইমনের উত্ত্যক্ত থেকে রক্ষা পেতে ওই স্কুল ছাত্রীর পরিবার তাদের ভাড়া বাসা পরিবর্তন করেন। তারপরও ইমন স্কুল ছাত্রীর নতুন বাসার সামনে বসে থাকতো বলে অভিযোগ রয়েছে।

ওই ছাত্রীর স্কুলের প্রধান শিক্ষক বাপ্পি আহমেদ বলেন, প্রায় এক মাস আগে ওই বখাটের ইভটিজিংয়ের ঘটনাটি আমাদের অবহিত করে তার পরিবার। আমি স্থানীয় জনপ্রতিনিধিকে জানাতে বলি। কিন্তু আজকে তার মায়ের উপর হামলার ঘটনা খুবই জঘণ্য একটি কাজ হয়েছে।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, ঘটনা খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ইমনকে দক্ষিণ পৈরতলা এলাকা থেকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে অভিযোগ দায়ের করেছে।

  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে