কচুয়ায় বিদ্যালয়ের উর্ধ্বমূখী ভবন নির্মাণের উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২০; সময়: ৪:৩৫ অপরাহ্ণ |
কচুয়ায় বিদ্যালয়ের উর্ধ্বমূখী ভবন নির্মাণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন, সকলে ঐক্যবদ্ধ থেকে আমাদের এ দেশকে এগিয়ে নিতে হবে। বর্তমান মহামারী করোনা মোকাবেলা করে দেশ উচু করে দাড়াঁবে। শেখ হাসিনার আমলে দেশের মানুষ শান্তিতে আছে। শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার।

তিনি দেশের শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষা প্রসারের লক্ষ্যে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি গতকাল শনিবার চাঁদপুরের কচুয়ার তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান একতলা একাডেমিক ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেন।

প্রধান শিক্ষক আবু তাহের পাটওয়ারীর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আলাউদ্দিন সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ইমাম হোসেন মজুমদার মেহেদী,হুমায়ুন কবির,আহসান হাবীব প্রাঞ্জল,কবির হোসেন,সোহাগ খান,যুবলীগ নেতা শাহজালাল প্রধান জালাল প্রমুখ।

 

  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে