কচুয়ায় রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২০; সময়: ৪:২৭ অপরাহ্ণ |
কচুয়ায় রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ার তুলপাই বেড়িবাধঁ আড়াই কিলোমিটার সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। গতকাল শনিবার দারাশাহী তুলপাই বাজার সংলগ্ন ওই সড়কে এলাকার সর্বস্থরের মানুষ এ মানববন্ধনে অংশগ্রহন করে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) আওতাধীন ২০১৬ সালের ২৩ ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উন্নয়নমূলক কাজে উদ্বোধন করেন। এরপর দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজ ৪ বছরেও না করে গাফিলতি করায় চলাচলে চরম দূর্ভোগে পড়তে হয়েছে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ,ইউপি সদস্য গোলাম খাজা,বাজার পরিচালনা কমিটির সভাপতি শরীফুল ইসলাম,ব্যবসায়ী খোকন বিএসসি প্রমুখ।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী সৈয়দ মো: জাকির হোসেন বলেন, রাস্তাটি পূর্বের ঠিকাদার না করায় ফেব্রুয়ারিতে বাতিল করে নতুন ঠিকাদারকে দায়িত্ব দেয়া হয়।

কাজের ঠিকাদার আলহাজ¦ মো: জাবের মিয়া জানান, আমি রি-টেন্ডারের মাধ্যমে কাজ পেয়েছি। তবে করোনা ও বর্ষা মৌসুমে বৃষ্টি বাদল হওয়ায় কাজ শুরু করতে পারেনি অচিরেই কাজ শুরু হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে