‘নাটোরের গাড়িখানা কবরস্থানের উন্নয়ন করা হবে’

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২০; সময়: ১২:৪৮ অপরাহ্ণ |
‘নাটোরের গাড়িখানা কবরস্থানের উন্নয়ন করা হবে’

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সদর আসনের সংসদ সদস্য শফিকল ইসলাম শিমুল। একই সাথে তিনি নাটোরের কেন্দ্রিয় কবরস্থান গাড়িখানা গোরস্থানের উন্নয়ন করার ঘোষনা দিয়েছেন। শুক্রবার নাটোর কেন্দ্রিয় জামে মসজিদে জেলা মুয়াজ্জিন কল্যাণ সমিতি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় শফিকুল ইসলাম শিমুল এমপি এসব কথা বলেন।

করোনা ভাইরাস,প্রাকৃতিক দুর্যোগসহ মানব সমাজের বিপর্যয় থেকে পরিত্রানের উদ্দেশ্যে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু ও ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নবীউর রহমান পিপলু।

আলোচক ছিলেন কেন্দ্রিয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাদ্দিস মুনিরুজ্জামান, আল -জামিয়াতুন নূরিয়া কান্দিভিটা মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ রুহুল আমিন, জেলা মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি আলহাজ হাফেজ মাওলানা আব্দুল মুমিন,সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ,মাওলানা আবুল কালাম প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলাইপুর মার্কাজ মসজিদের ইমাম ও খতিব আলহাজ মাওলানা মোঃ মফিজুর রহমান।

দোয়া মাহফিল শেষে উপস্থিত ইমাম, মুয়াজ্জিনসহ মুসল্লিদের মাঝে তোবারক বিতরন করা হয়। এর আগে নাটোর জেলা মুয়াজ্জিন কল্যাণ সমিতির পক্ষ থেকে হাদিয়া স্বরুপ অনুষ্ঠানের অতিথিদের মাঝে জায়নামাজ প্রদান করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে