মান্দায় বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২০; সময়: ৬:৫৫ অপরাহ্ণ |
মান্দায় বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দুপুরে উপজেলার বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তভোগী পরিবার মান্দা থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সুত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলার বিজয়পুর গ্রামের আবুল হোসেন মৃধার সঙ্গে পার কালিকাপুর গ্রামের আজাদ আলী মৃধার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জের ধরে বুধবার দুপুরে আজাদ আলী মৃধা, লিটন হোসেনসহ ৪-৫ জন সংঘবদ্ধ হয়ে আবুল হোসেনের বাড়িতে অনধিকার প্রবেশ করে। এতে বাধা দেয়ায় আবুল হোসেনকে এলোপাতাড়ী মারপিটসহ বসতবাড়ির আসবাবপত্র ভাঙ্চুর করে তারা। এসময় তারা বাসায় থাকা ২ লাখ ২৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী আবুল হোসেন জানান, পূর্ব বিরোধের জের ধরে আজাদ আলী অজ্ঞাতনামা ভাড়াটিয়া লোকজন নিয়ে পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে। ঘটনায় বুধবার রাতে আজাদ আলী মুধা, লিটন হোসেনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মান্দা থানায় মামলা দায়ের করেছি।

মান্দা থানার পরিদর্শক তদন্ত তারেকুর রহমান সরকার জানান, বসতবাড়িতে হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তসহ আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে