ফেনসিডিলসহ চিকিৎসক গ্রেপ্তার
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২০; সময়: ৮:২৩ pm |
খবর > আঞ্চলিক
পদ্মাটাইমস ডেস্ক : লালমনিরহাটের আদিতমারীতে ফেনসিডিল পাচারের সময় চিকিৎসকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ সেপাটেম্বর) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কালিরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৩ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
আটকদের একজন রংপুর শহরের নিউ শালবন মিস্ত্রিপাড়ার আবজাল হোসেনের ছেলে ডা. আবুজার মো. মোতাখারুল ইসলাম হৃদয়। অপর ব্যক্তি আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খোচাবাড়ি সাকোয়ারপাড় নাদের মুহুরির ছেলে মঈনুল হোসেন।
পুলিশ জানায়, হৃদয় এমবিবিএস ডিগ্রিধারী। তিনি রংপুরের বেসরকারি প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি নির্মাণাধীন আলহাজ্ব আফজাল হোসেন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকের ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিকেলে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।
98