সুজানগরে কৃষক-কৃষাণীদের মাঝে সার ও বীজ বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২০; সময়: ৭:০৭ অপরাহ্ণ |
সুজানগরে কৃষক-কৃষাণীদের মাঝে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : কৃষি জমির ব্যবহার নিশ্চিতকরণ ও ২০২০-২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার ০১ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষক-কৃষাণীদের মাঝে এই কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার। সঞ্চালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম (রেজা মন্ডল) ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার সাইদুল ইসলাম জানান সুজানগর পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়নের ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উৎসাহ বাড়াতে মাসকলাই বীজ ৫ কেজি, এমওপি সার ৫ কেজি ও ডিএপি সার ১০ কেজি প্রণোদনা হিসেবে দেয়া হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে