কুষ্টিয়ার গ্রামে দুইপক্ষের সংঘর্ষে ১০ জন আহত

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২০; সময়: ৪:৫০ অপরাহ্ণ |
কুষ্টিয়ার গ্রামে দুইপক্ষের সংঘর্ষে ১০ জন আহত

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত: ১০জন আহত হয়েছেন। ভাঙচুর ও লুটপাট করা হয়েছে কমপক্ষে ২০টি বাড়ী। মঙ্গলবার সকালে উপজেলার ধলনগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ধলনগর গ্রামের রবি মালিথার নেতৃত্বে শাহীন শাহ ও উজ্জলসহ তাদের লোকজন দীর্ঘদিন ধরে এলাকায় জমিদখল, চাঁদাবাজী, মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ নানারকম সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। আফজাল মেম্বরসহ এলাকাবাসী সন্ত্রাসী তাদের কর্মকান্ডের প্রতিবাদ করায় বেশ কয়েকবার এলাকাবাসীর সাথে রবি মালিথার লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে।

এই বিরোধের জের ধরেই সকালে শাহীন শাহ ও তার ক্যাডার বাহিনী গ্রামবাসীর উপর হামলা করে। এ সময় দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আফজাল মেম্বার গ্রুপের নারীসহ অন্ততঃ ১০ জন আহত হন। আহতদের কুষ্টিয়া জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় কমপক্ষে ২০টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়েছে।

কুমারখালী থানার ওসি (ভারপ্রাপ্ত) মামুনুর রশিদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলত দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে