নওগাঁর কৃত্তিপুর ইউনিয়নে বিট পুলিশং কার্যক্রমের উদ্ভোধন

প্রকাশিত: আগস্ট ২০, ২০২০; সময়: ৮:৫০ অপরাহ্ণ |
নওগাঁর কৃত্তিপুর ইউনিয়নে বিট পুলিশং কার্যক্রমের উদ্ভোধন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর সদর উপজেলার কৃত্তিপুর ইউনিয়নে জেলা পুলিশের পুলিশি কার্যক্রম বৃদ্ধির লক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে বিট পুলিশং কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়েছে। বৃস্পতিবার ২০ আগস্ট বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী জনাব মোঃ আব্দুল মান্নান মিয়া ।

এসময় পুলিশ সুপার প্রকৌশলী জনাব মোঃ আব্দুল মান্নান মিয়া বলেন পুলিশের সেবা সকল মানুষের দুয়ারে পৌছে দেবার লক্ষে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নওগাঁ জেলার ৯৯টা ইউনিয়নে জেলা পুলিশ বিট পুলিশিং এর আওয়াতায় নিয়ে এসে সেবা প্রদান করার লক্ষে কাজ করে যাচ্ছে।

তারই অংশ হিসেবে কৃত্তিপুর ইউনিয়নে মানুষের মাঝে পুলিশের সেবা প্রদান করার লক্ষে বিট পুলিশিং এর কার্যক্রম চালু করা হয়েছে। তিনি বলেন গ্রাম থেকে শহরের প্রতিটি মানুষ পুলিশের সেবা গ্রহনের অধিকার রাখে। তাই শহরের পাশাপাশি গ্রামীন সেবা প্রদানের লক্ষে পুলিশ তার সেবা প্রদান অব্যাহত রেখেছে । আর বিট পুলিশিং এর মাধ্যমে সর্বস্তরের মানুষ সেবা পেয়ে থাকবেন ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ সদর সার্কেল আবু সাইদ, নওগাঁ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন, কৃত্তিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতোয়ার রহমান, ইউপি সদস্যবৃন্দ সহ সদর মডেল থানা পুলিশ কর্মকর্তা এবং কৃত্তিপুর ইউনিয়ন পরিষদ কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে