বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ে তুলুন : ডা. শিমুল এমপি

প্রকাশিত: আগস্ট ২০, ২০২০; সময়: ৬:৫১ অপরাহ্ণ |
বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ে তুলুন : ডা. শিমুল এমপি

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে একটি আধুনিক, বিজ্ঞানসম্মত ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যে উচ্চতায় নিয়ে যাচ্ছেন তা ধারণ করে এগিয়ে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শিবগঞ্জ উপজেলা ইউনিট কমান্ড আয়োজিত জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতা বঙ্গবন্ধুর মনের মধ্যে সব সময় ছিল। এটা তিনি কোনোদিন ভোলেননি। স্বাধীনতার প্রশ্নে আপোষ করেননি বলেই তিনি বঙ্গবন্ধু হয়েছেন। বঙ্গবন্ধু দেশ গড়ে তোলার কাজ শুরু করেছিলেন। কিন্তুু তার আগেই তাকে হত্যা করা হয়। আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। কিন্তুু আমাদের সবাইকে তাঁর আদর্শে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকতে হবে।

তিনি আরও বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, অন্য একটি প্রতিপক্ষের এটি ভালো লাগছে না। বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করার সময়কার স্মৃতিচারণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল-রাব্বির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পষিদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ অন্যরা। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে অংশ নেন। শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

 

  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে