কথিত হত্যা ও মরদেহ গুমের ৯ বছর পর গৃহবধুকে জীবিত উদ্ধার

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২০; সময়: ৮:২৬ অপরাহ্ণ |
কথিত হত্যা ও মরদেহ গুমের ৯ বছর পর গৃহবধুকে জীবিত উদ্ধার

পদ্মাটাইমস ডেস্ক : গাইবান্ধায় কথিত হত্যা ও মরদেহ গুমের ৯ বছর পর গৃহবধুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রংপুরের শালবন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গৃহবধু জানান, বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য রফিকুল ইসলাম রিক্তার উপর অত্যাচার শুরু করে। স্বামীর অত্যাচারে এতদিন পালিয়ে ছিলেন তিনি।

তবে পুলিশ বলছে, আসামিদেরকে হয়রানি করার জন্য এ মামলা করা হয়েছে। ২০১১ সালের ২২শে জুলাই নিখোঁজ হয় রিক্তা। এরপর রিক্তার পরিবারের লোকজন রফিকুলসহ আরো ৪ জনকে আসামি করে মামলা করে। এ ঘটনায় দীর্ঘদিন কারাভোগ করেন তারা।

৯ বছর লুকিয়ে থাকা গৃহবধু রৌশন আরা বেগম রিক্তা বলেন, আমার বাবার সম্পত্তি লিখে দিতে বলছিলো। আমি দেইনি বলে আমাকে মারপিট করে রাস্তার মধ্যে ফেলে রেখেছিলো। কামারপাড়া ষ্টেশনে। সেখান থেকে আমি একটি বাড়িতে আশ্রয় নেই।

এ প্রসঙ্গে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ শাহ্ রিয়ার বলেন, আসামি পক্ষ কিছু দিন হাজত খাটার পর আমাদের কাছে সাহায্য চায় যে, তারা হয়রানির শিকার।

  • 29
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে