আদমদীঘিতে লাইসেন্স না থাকায় মৎস্য হ্যাচারী মালিকের জরিমানা

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২০; সময়: ১২:৩০ পূর্বাহ্ণ |
আদমদীঘিতে লাইসেন্স না থাকায় মৎস্য হ্যাচারী মালিকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘিতে মাছের রেনুপোনা উৎপাদনের জন্য হ্যাচারী নির্মাণ করে দীর্ঘ দিন ধরে ব্যবসা পরিচালনা করার পরও ওই হ্যাচারীর লাইসেন্স না করার অপরাধে দুই ভাই মৎস্য হ্যাচারী মালিকের ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক এই জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা সদরের শিয়ালসন এলাকায় মাসুদ রানার দুই ভাই মৎস্য হ্যাচারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় মালিক লাইসেন্স না করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছিলেন তার প্রমান মেলে।

এই অপরাধে মালিক মাসুদ রানার ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত টিমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে