কুড়িয়ে পাওয়া নবজাতকটিক নিঃসন্তান দম্পতির হেফাজতে

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২০; সময়: ১২:২১ পূর্বাহ্ণ |
কুড়িয়ে পাওয়া নবজাতকটিক নিঃসন্তান দম্পতির হেফাজতে

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের শার্শার বাগআঁচড়ায় রাস্তার পাশে কুড়িয়ে নবজাতককে নিঃসন্তান এক দম্পত্তির হেফাজতে দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগঁআচড়া পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে আব্দুর রাজ্জাকের মিলের পাশ থেকে নবজাতকটিকে চা বিক্রেতা বাবলু উদ্ধার করে।

বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবীর বকুল বলেন, কে বা কারা রাস্তার পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতককে ফেলে রেখে যায়। নবজাতকটি কার তা এখনও জানা যায়নি। বাগঁআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস বলেন নবজাতক কুড়িয়ে পাওয়ার বিষয়টি সত্য। উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়ে যে কেউ নবজাতকটিকে হেফাজতে নিতে পারেন।

চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল বলেন, শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সে সুস্থ্য আছে। শিশুটি আপাতত সহিদুলের হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে শার্শা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম ও সমাজ সেবা অফিসার আব্দুল ওহাবের উপস্থিতিতে নবজাতকটিকে আলী কদর ও রুবিনা খাতুন নামে এক নিঃসন্তান দম্পতির হেফাজতে দেয়া হয়েছে। আজ থেকে শিশুটিকে তারাই লালন পালন করবেন।

  • 57
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে