পোরশায় বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২০; সময়: ৭:৩৭ অপরাহ্ণ |
পোরশায় বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, পোরশা নওগাঁ : পুলিশকে গণমুখি ও জনবান্ধব করার লক্ষ্যে থানা পুলিশ সদস্যদের নিয়ে নওগাঁর পোরশায় এই প্রথম উদ্বোধন করা হলো বিট পুলিশিং কার্যালয়। পোরশা থানার আয়োজনে বৃহস্পতিবার বিকালে উপজেলার নিতপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ১নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, সারাদেশে পুলিশের সেবা সাধারন জণগণের দোরগোড়ায় পৌছে দিতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইজিপি’র নির্দেশনায় ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। এতে মানুষ সহজেই পুলিশের সেবা পাবেন। এছাড়াও এলাকার মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ কমাতে এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম সহায়ক ভূমিকা পালন করবে।

এতে বিশেষ অতিথি ছিলেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার বিনয় কুমার। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহ্ চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব। অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম শাহ্, ফখরুদ্দিন আলী আহমেদ, শাহাদাত শাহ্ ও বজলুর রহমান, এসআই শীতল কুমার, এসআই সাখাওয়াত হোসেন, রোস্তম আলী, আতিকুল ইসলাম, বারিক, আব্দুল মান্নান, কোরবান আলী ও এরশাদ, এএসআই সানোয়ার, সাজ্জাদ, আহসান ও মেহেদী হাসান, মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • 207
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে