মান্দায় মাস্ক না পরায় জরিমানা

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২০; সময়: ৭:১১ অপরাহ্ণ |
মান্দায় মাস্ক না পরায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মান্দা নওগাঁ : বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে নওগাঁর মান্দায় মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি মামলায় এক হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আব্দুল হালিম জানান, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে তা মানছেন না। এ অবস্থায় সকলের জন্য মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • 40
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে