সাপাহারে ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২০; সময়: ৬:৩৫ অপরাহ্ণ |
সাপাহারে ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

নয়ন বাবু, নিজস্ব প্রতিবেদক, সাপাহার নওগাঁ : জনগনের দোড়গোড়ায় পুলিশী সেবা পৌঁছে দেওয়ায় লক্ষে নওগাঁর সাপাহারে ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

উপজেলার সাপাহার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে থানার আয়োজনে বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া।
এতে সভাপতিত্ব করেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) বিনয় কুমার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান আকবর আলী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল মাহমুদ প্রমূখ।

পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বলেন, পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করতে এবং পুলিশিং সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছাতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জনগনের ভোগান্তি কমাতে এবং আস্থা অর্জনে এই পুলিশিং বিট কার্যকর ভুমিকা রাখবে। বিট পুলিশিং কার্যালয়ে একজন উপ পরিদর্শক, একজন সহকারী উপ পরিদর্শক নিয়মিত দায়িত্ব পালন করবেন বলেও তিনি জানান।

এ সময় পুলিশ সদস্য, ইউপি সদস্যগন, সুধীজন ও গণমাধ্যম কর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • 29
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে