কুমেকে করোনার উপসর্গে ছয়জনের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২০; সময়: ১২:৫৪ অপরাহ্ণ |
কুমেকে করোনার উপসর্গে ছয়জনের মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মোয়াজ্জেম এসব তথ্য জানান।

তেদের মধ্যে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে একজন, করোনা ওয়ার্ডে একজন এবং আইসিইউতে চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত ব্যক্তিদের মধ্যে আইসোলেশনে জেলার বুড়িচং উপজেলার বাচ্চু মিয়ার স্ত্রী নুরজাহান (৫৫), করোনা ওয়ার্ডে সদর দক্ষিণ উপজেলার আবদুল গফুরের স্ত্রী আছিয়া খাতুন (৬৫) এবং আইসিইউতে বরুড়া উপজেলার তৈয়ব আলী (৭৯), সদর উপজেলার সবুজ মিয়ার স্ত্রী চাঁন বানু (৮০), নগরীর উত্তর চর্থা এলাকার সুকেশ মিয়ার ছেলে বাবলু মিয়া (৫৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ফতেহ আলীর ছেলে আবুল খায়ের (৬৫) মারা যান।

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে