সিরাজগঞ্জ হাসপাতালে যন্ত্রপাতি কেনায় অর্থপাচারে ২ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: আগস্ট ১০, ২০২০; সময়: ৯:৫০ অপরাহ্ণ |
সিরাজগঞ্জ হাসপাতালে যন্ত্রপাতি কেনায় অর্থপাচারে ২ জনের বিরুদ্ধে মামলা

পদ্মাটাইমস ডেস্ক : সিরাজগঞ্জ হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে ৩০ কোটি টাকা পাচারের অভিযোগে প্রকল্প পরিচালকসহ দু’জনের বিরুদ্ধে দুদকের মামলা। হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে হংকংয়ে ৩০ কোটি টাকা পাচারের অভিযোগে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও ৫শ’ শয্যা হাসপাতালের প্রকল্প পরিচালক কৃষ্ণ কুমার পালসহ দুইজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে দুদকের পাবনা জেলা কার্যালয়ে মামলা দায়ের করেন। এছাড়া মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকেল কোম্পানির স্বত্ত্বাধিকারী জাহের উদ্দিন সরকারকেও আসামি করা হয়েছে মামলায়।

এজাহারে বলা হয়েছে, যন্ত্রপাতি আমদানির কথা বললেও সিরাজগঞ্জের এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কোনো যন্ত্রপাতিই বসানো হয়নি। বরং সেই টাকা হংকংয়ে ঠিকাদার জহির উদ্দিনের ফারভেন্ট কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানে আত্মসাতের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে দুদকের তদন্তে উঠে এসেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে